চোখ তোমার, পৃথিবী আমার ।। কৃষ্ণ কমল


 

তোমার নীলাভ চোখে, বিবর্তণের প্রতিটি ক্ষনে

আমি দেথতে পাই আমার পৃথিবী;

আমি দেখতে পাই বসন্তের প্রকৃতি।


তোমার দৃষ্টিতে.....

ঋতুরা কুটি কুটি হ হেসে

মাঠে থাকা রাখালের বাঁশিও থমকে যায়;

উড়ন্ত আকাশে স্তমভিত হয় বলাকার দল।


চেয়ে দেখো, হিজল ফুল এনেছি তোমার জন্য।

তুমি চোখ মেলে চেয়ে দেখলে;

আর আমি ? দেখতে পেলাম আমার পৃথিবী।

                                                 লেখকঃ রেডিও কর্মী


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post