বৈষ্ণবীয় ।। সুজন ডাকুয়া

 


ওগো বধূ, পরান বধূ আমার
কোথায় তুমি দাও গো ধরা দাও,
আর পারি না সইতে প্রেমের জ্বালা
আমার পানে নয়ন মেলে চাও ৷
রয়ে রয়ে ঝরে শ্রাবণধারা
আকুল হৃদয় তোমারে চায় কাছে,
তোমায় পেলে রাখি বুকে ধরে
তোমায় পেলে পরান আমার বাঁচে ৷
তোমার লাগি একা জাগি ঘরে
করুণ সুরে বিষাদ গীতি বাজে
জুড়াতে মোর এ হৃদয় যন্ত্রণা
ওগো বধূ কেন এলে না যে !

২৬.১০.২০১৪

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।