মহীয়সী নারী ।। নানজিবা বর্ষা



সভ্যতার কালো হাত
বাড়িয়ে দিও না আমার দিকে ;
আমি মুচড়ে দেব।
আমার সাফল্যের পথে
বাঁধা হতে এসো না ;
আমি যোদ্ধা হব।
ধ**এর বিষাক্ততায় আমায় স্পর্শ করো না ;
আমি ঘৃণায় ফেটে প্রতিবাদী হব।

আমি নারী ।
তবে নই অবলা ।
ইতিহাস ফিরে দেখে নিও
 আমি স্পর্শকাতর সফলা।

আমার অগ্নিদৃষ্টি বানে,
শুদ্ধতায় নিমজ্জিত গানে,
ঢাল হয়ে আছি
এই সভ্যতার নোংরা আহ্বানে ।

ঘরোয়া সভায় যেমন
এই হৃদয় মমতামধুর,
অন্যায়ের দাঁড়ে তেমনি
এ হৃদয় প্রতিবাদে ভরপুর।

তাই আজ এই সাবধান বাণী,
ছড়িয়ে দিলাম বিস্তৃতগগনী।
ভালোবাসায় সিক্ত আমার
অশ্রুবিলাস দেখে,
দুর্বল ভেবো না আমায়।
আমিই শক্তির তরবারি।
আমি নজরুলের কবিতার খাতার
সেই মহীয়সী নারী ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।