আমায় খোঁজো না ।। জাহানুর রহমান খোকন



শ্রাবণ, তুমি আমায় খোঁজো না
আমি মরিচিকা, আমি পিপাসিত উন্মাদিনী প্রেমিকা,
মায়াবী প্রেমের বৃষ্টিস্নাত সুখের আশায়
একুল-ওকুল ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছি।
না পাওয়ার বেদনায়, মরুভূমি হয়েছে হৃদয়।।
তুমি আমার কাছে এসো না, আমার অজানা ভবিষ্যৎ,
 আমি গন্তব্যহীন পথের যাত্রী,
একদিন যে ধূসর ছায়া দেখেছিলে
আমার পৃথিবীর পাদদেশে দাঁড়িয়ে,
 তাকে হারিয়ে ফেলেছি,
 একা নিঃসঙ্গতায় নষ্ট হয়ে গেছি।
তুমি আমাকে ভালোবেসো না,
আমার পৃথিবীর দুঃস্বপ্ন তলে,চোখের জল বাষ্প হয়,
আকাশের নীলের সাথে বেদনার নীলের মিলন হয়,
আমি মিথ্যা মায়ার অন্তরালে নষ্ট হয়ে গেছি।
তুমি আমাকে স্পর্শ করো না,
 ভালোবাসার অন্ধকার গলিতে হাটতে হাটতে
 আমি ন'স্পর্শিয়া হয়ে গেছি।
আমি নষ্ট হয়ে গেছি,
আমাকে নষ্ট করে দিয়েছে,
প্লিজ আমায় ছুঁয়ো না,
আমি ভুল মানুষটার সিগারেটের ফিলটার হয়ে
 মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায় আছি।
অপেক্ষায় আছি বর্ষণের, যেমন চাতক থাকে
শেষ শ্রাবণের বৃষ্টিতে মুক্তি পেতে চাই,
তুমি আমাকে খুঁজো না।

সূচিতে ফিরতে ক্লিক করুন


আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।