বাদলের কান্না ।। ইয়ামিন বসুনিয়া



ঝরছে তো ঝরছেই
আষাঢ়ের বৃষ্টি,
জলকাদা  একাকার
এ কী অনাসৃষ্টি।
টুনটুনি  ভিজে সারা
একই জুঁই  বৃন্তে,
কোথা যাবে পায় নাতো
যেন ভেবে-চিন্তে
মন যে উদাস আজ
কদমের গন্ধে,
রিমঝিম  বরষায়
আছি ভালো-মন্দে।
গুরগুর  ডাকে  মেঘ
বায়ু বয় মন্দা,
বৃষ্টির   তালে   তালে
নেমে এলো সন্ধ্যা
কলাবতী, দোপাটির
মনকাড়া  রঙে,
আষারটা সেজেগুজে
এলো এই বঙ্গে।

সূচিতে ফিরতে ক্লিক করুন


আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post