মায়ার বাঁধন।। কানিজ ফাতেমা খুশী



জীবন চলে জীবনের মত
হেলে দোলে অবিরত অবিরাম
প্রকৃতি জানায় সাধুবাদ জানায় অভিবাদন
সুন্দরের বহিঃপ্রকাশ খুঁজে অন্তর, লাগে
কোলাহল ছেড়ে নির্জনতা বড় মধুর ও আনন্দময়
সবুজের বিশালতা মুগ্ধতা বেঁধে দেয় মনের ভেতর
বলে, ইট কাঠের দেয়ালের বন্দিত্ব চাইনা আর
তোমার মাঝেই যেন সকল সুখ নিহিত আমার
দাওনা আমায় রেখে যতনে তোমার
নরম কচি মোলায়েম ঘাসের পরম মমতায় !
হাতের উপর জলের পরশ স্নিগ্ধ অনুভূতি বিরাজমান
সেই জীবনে এই পরশ চাই আবার
আশালতাকে ছুঁয়ে দিতে চাইছে মন, কোথা পাই তারে বলো দেখি আজ !
ছিঁড়েছে মায়ার বাঁধন, হয়তো গেছে ভুলেও
থেকেছি শূন্যে তাকিয়ে বহুদিন, পাইনি কোনো চিঠি কখনও তাঁর
রঙধনুর কাট ছাট সাতটি রঙের একটি টুকরো
খোলা নীলখামে পাঠালেও লুফে নিতাম
আমি স্বর্ণকুটির থাকি তারই প্রতিক্ষায়
আশা-নিরাশার দোলাচলে শুধু দোলায় দোদুল্যমান
জানে না আমার আম্রবন মুকুলের গন্ধে ভরে থাকে চারপাশ
জানে না গগন ছড়িয়ে দেয় সোনালী সঞ্চয়ী আভা তারই তরে !
দেখবে না তবু নিয়মের অনিয়ম করে কখনোই
থাকবে প্রাণ যতদিন দেহে, রবে মিশে আমাতেই অহোরাত্র
জানে না সে তা জানে না ?

সূচিতে ফিরতে ক্লিক করুন


আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।