মেঘ রোদ্দুরের লুকোচুরি,
আঙিনায় দাঁড়িয়ে আমি;
হটাৎ করে শুরু হলো মুষলধারে বৃষ্টি;
বৃষ্টির আদরে মনে পড়লো তোমাকে;
বৃষ্টি মেখে বৃষ্টিস্নাত হয়ে
মনে কল্পনা আঁকি;
তুমি আমি বৃষ্টিতে ভিজি;
আনন্দের জোয়ার উঠে মনের সমুদ্রে;
দিগন্ত পেরিয়ে মেঘ বালিকারা আমাদের দেখতে আসে;
আমাদের সাথে তারা হেসে উঠে মহাউল্লাসে;
মাঝে মাঝে হাত ধরে দুজনে
বৃষ্টির জলে লাফা লাফা করি,
জলের ফোঁটা ছিটিয়ে একে অপরকে উপহার দেই,
মাঝে মাঝে দুজনে পাশাপাশি
দুহাত ছড়িয়ে আকাশের পানে চেয়ে থাকি।
বৃষ্টি থামলো, থামলো আমার কল্পনার স্বপ্ন;
এক পশলা বৃষ্টি আমার মনের দেশে নিয়ে
এসেছিল রোমান্টিসিজমের বৃষ্টিধারা;
মেঘের খামে তোমায় দিলাম পাঠিয়ে
আমার এই বৃষ্টি ভেজা কল্পনার বর্ণনা।
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com