সিরিজ কবিতা : ভানু - ৫ ।। বিপুল রায়


ভানু-- তুইয়ে ভালো, মনত ভয়-হাতাস নাই
এই সমাজত তোর মতনে আরও ভানু চাই।

স্বপ্ন হবে ছোট-খাটো, কর্ম-- কর্মের মতন
যাক দেখিয়া শিখিবে কিছু দ্যাশের জনগণ।

খাওনা মাটি ফাটে তুই ঐটে সোনা গাড়িস,
বিন্দু বিন্দু জল জমে সিন্ধু গড়ের পারিস।

জঙ্গল-ঝাড় কাটি-কুটি তৈয়ারি করিস ঘাটা
পাহাড়-পর্বত, নদী-নালা সবটে দিস হাঁটা।

কুন সাহসে চলিস তুই? কাটেটা পাইস বল?
চিলার মতন সাহস তোর একেরে অবিকল!

তোক দেখিয়া গর্ব হয়, মনত সাহস বাড়ে
ভানু-- তুই চেষ্টা কর, সমাজ পাল্টির পারে।

তারিখ: ২৮.০৬.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post