আছো তুমি হৃদয়ের এত কাছাকছি
বারবার কেন হয় ভুল বোঝাবুঝি ?
আড়ি দিয়ে চলে যাওয়া,
হাসি মুখে ফিরে আসা
অভিমান, অভিনয়- এটাই কি ভালবাসা?
তুমি কথা বলো, আঁকাবাঁকা করে
আমি উত্তর দেই, সেই পথ ধরে ।
তুমি বলো, আকাশ টায় চাঁদ দেখা যায়
আমি বলি, তারারা চাঁদ কে সাজায় ।
তুমি বলো, ভালবেসে বিয়ে করতে হয়
আমি বলি, বিচ্ছেদেই প্রেমের সার্থকতা পায় ।
তুমি বলো, বিশ্বাসই প্রেমের অমৃত ধন
আমি বলি, প্রেম মানেই, পরিস্কার দুটি মন ।
এতো অমিল জেনেও, ভালোবাসি বলো
রাখ না কোন কথা, তোমার মতই চলো ।
আমার সৃষ্টির অনুপ্রেরণা, তুমি নাকি হবে ?
পথ চেয়ে থাকি আমি , সেই দিন কবে ।
আমার হাত ধরে নাকি, অনেক দূরে যাবে?
ছাড়বে না আমার হাত, কথা দাও তবে ।
ভুল বোঝাবুঝি হয়, কথার বেড়াজালে
সম্পর্ক রাখবে না বলে, তুমি যাও চলে ।
আমি ডাকি হৃদি, তুমি একটু দাঁড়াও
যাবেই যখন আমার শেষ, কথা শুনে যাও ।
তুমি বলো, শুনবো না, কাল কথা হবে
আমি বলি , ঠিক আছে,যাও আজ তবে ।
এভাবেই ভালোবাসি , দুজন-দুজনায়
ভুল বোঝাবুঝির ভেতর নিজেদেরকে পাই ।
অনেক অমিল আছে আমাদের মাঝে
বারবার তবু ফিরি, দুজন-দুজনার কাছে ।