অন্তর্দাহে দিন যায়, সুমনা মেয়ে তুমি বাযোস্কোপের পর্দায় ভাসো
উৎসমূলে বিপুল ক্ষুধা, গনগনে আগুনের ফাগুন
পলাস ফোটায় উষ্ণতায়, শিমুলের বনে যদি পারো আসো
কৃষ্ণচূড়ার ডালে আহা আজ যেন কার গুনগুন !
রক্তস্রোতে ভালোবাসার ঘ্রাণ
তোমাকে স্পর্শের শত শতাব্দির অস্থির আকাঙ্ক্ষার ক্ষুধা
তোমাকে পাবার জন্য মৌচাকে জমে আছ সুধা
তোমার জন্য আমি আজ ফসলী অঘ্রাণ।
অস্তিত্বের পুরোটা
তোমাকে আলিঙ্গনে বৃষ্টিভেজা কদমগন্ধিমন
হৃদয় দিয়ে তুলে আনি প্রতিবিম্বিত এক ভালোবাসার ফুল
আহা আনন্দের কেমন উৎসারণ !
কামনার কামিনী ফোটে অন্তরে, চঞ্চুতে ফোটে রাঙা উৎপল
কেমন চারুময় তুমি, সৌন্দর্যের সুধায় তুমি কুসুমকোমল।
১১.০৮.২০১৪
বর্ণপ্রপাতে লেখা পাঠান bornopropat@gmail.com এ।