স্পর্শ-পরবর্তী ভোরে ।। ইসমত শিল্পী


একদিন চেরাপুঞ্জি ভিয়েতনাম হিমালয় ঘুরে দেখবো
তোমার হাতের মধ্যে আঙুল ও আয়ু গচ্ছিত রেখে
নিশ্চিন্তে সাগর সাঁতরাবো। কুয়াশা ডিঙাবো
স্পর্শের ভেতরে প্রাণের উত্থিত রঙ উদগোমীত হবে
পরবর্তী ভোরে।
রুশোর মতে জীবনের গুরুত্বপূর্ণ চারটি স্তর; পেরিয়ে এসেছি আমরা
জীবনের বিকাশ কাল তো কবেই ফুরিয়েছে
নিঙড়ানো সবুজ এখন ছাইচাপা আগ্নেয়গিরি
কী অবহেলায়, কী অসাবধানে, কী অকারণ অতীত!
অথচ জীবন সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা আলাদা
'যে কোনো কিছু যে কোনো সময় শুরু করা যায়।
শুরুর কোনো সময় নাই। খুব বেশি হিসেবে ফেলতে নেই জীবন!'
তুমি বরাবর হিসেবে বড্ড মনোযোগী
মন আর প্রাণের পার্থক্য আড়তদারের বোঝার কথা নয়!
তোমাকে এখন আড়তদার মনে হয়
ব্যবসায়ী স্তর থেকেও নিম্নমানের ক্রেতা ও বিক্রেতা।
রুশোর চারটি স্তরে কখনোই নজর পড়েনি তোমার
একসময় চেরাপুঞ্জি ভিয়েতনাম শিলং
শান্তিনিকেতন একাই ঘুরতে থাকি
মাদুরাই ভ্রমণে বেরোই যখন তখন
আটপৌরে নাজুক হাত-পা, চোখ।
এখন সকল স্তরই আমার কাছে নগণ্য
না আঙুল, না আয়ু, না ইচ্ছেগুলো- কিছুই গুণতে ইচ্ছে করে না আর। 


বর্ণপ্রপাতে লেখা পাঠান bornopropat@gmail.com এ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।