সিরিজ কবিতা : ভানু - ৪ ।। বিপুল রায়


ভানু-- তোর কথাত অগুন জ্বলে
দোর্বোষা নাগি থাকিলে কি আর চলে?
তোক যে হাঁটির নাগিবে বহুদূর ঘাটা
হয়তো থাকির পারে নানান কিছিম কাঁটা!
ভানু-- তুই কি হাঁটির পাবু না?
নাকি ওই শ্যাষ বিন্দু পর্যন্ত যাবু না?
হাঁটেক ভানু হাঁটেক, ভয়-হাতাস ছাড়
আর অল্পতে তুই ক্যানে মানিস হার!
তুই তো হামার ভবিষ্যতের কান্ডরী,
তুই তো হামার জুয়ান শক্তির ভান্ডারী।
ভানু-- খুব ভাইগ্যবান রে তোর মাও
বহু সাধনা করি পাইসে তোর মতন ছাও।
না আছে তোর অহং, না আছে জেদ
নাই তোর মইধ্যে জাতি-ধর্মের ভেদাভেদ।
এই ধর্মান্ধ সমাজটার বাদে কিছু করেক
অন্যায়-অবিচার দেখিলেই তুই লড়েক।
নিড্ডারু ভাঙা সমাজটার নিড্ডারু হ;
মাথার উপুরা বটের মতন খারা হয়া ন।

তারিখ: ২৮.০৫.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।