ভানু-- তোর কথাত অগুন জ্বলে
দোর্বোষা নাগি থাকিলে কি আর চলে?
তোক যে হাঁটির নাগিবে বহুদূর ঘাটা
হয়তো থাকির পারে নানান কিছিম কাঁটা!
ভানু-- তুই কি হাঁটির পাবু না?
নাকি ওই শ্যাষ বিন্দু পর্যন্ত যাবু না?
হাঁটেক ভানু হাঁটেক, ভয়-হাতাস ছাড়
আর অল্পতে তুই ক্যানে মানিস হার!
তুই তো হামার ভবিষ্যতের কান্ডরী,
তুই তো হামার জুয়ান শক্তির ভান্ডারী।
ভানু-- খুব ভাইগ্যবান রে তোর মাও
বহু সাধনা করি পাইসে তোর মতন ছাও।
না আছে তোর অহং, না আছে জেদ
নাই তোর মইধ্যে জাতি-ধর্মের ভেদাভেদ।
এই ধর্মান্ধ সমাজটার বাদে কিছু করেক
অন্যায়-অবিচার দেখিলেই তুই লড়েক।
নিড্ডারু ভাঙা সমাজটার নিড্ডারু হ;
মাথার উপুরা বটের মতন খারা হয়া ন।
তারিখ: ২৮.০৫.২০২০