মনের ঘরত ভালোবাসার মিছাং আলো
নিবোং-টিবোং জ্বলে সারাক্ষণ,
জ্বলায় ভালো
বুক ধুকপুকায় পাওয়া না-পাওয়ার জ্বালায়
আয়ু কমিতে কমিতে দুই দিনের জীবন
তকতকে আগে যায় মরণের পাখে--
সেকেন্ডে সেকেন্ডে
তাও মনে মনে জোড়া নাগি ভালোবাসা হয়,
বাসিয়া হইলে গন্ধ উঠে পাড়াত, মহল্লাত
কাহ নাক সিট্কায় ভালোবাসার গন্ধে,
কাহ কাহ আস্কারা দ্যায় আনন্দে আনন্দে
দুই দিনের জীবন, ভালোবাসা বাঁচি থাউক
নিন্দুকের নিন্দাচর্চা বানাতে ভাসি যাউক,
শিয়াল-কুকুরে খাউক।
তারিখ: ২৫.০৭.২০২০
নিবোং-টিবোং জ্বলে সারাক্ষণ,
জ্বলায় ভালো
বুক ধুকপুকায় পাওয়া না-পাওয়ার জ্বালায়
আয়ু কমিতে কমিতে দুই দিনের জীবন
তকতকে আগে যায় মরণের পাখে--
সেকেন্ডে সেকেন্ডে
তাও মনে মনে জোড়া নাগি ভালোবাসা হয়,
বাসিয়া হইলে গন্ধ উঠে পাড়াত, মহল্লাত
কাহ নাক সিট্কায় ভালোবাসার গন্ধে,
কাহ কাহ আস্কারা দ্যায় আনন্দে আনন্দে
দুই দিনের জীবন, ভালোবাসা বাঁচি থাউক
নিন্দুকের নিন্দাচর্চা বানাতে ভাসি যাউক,
শিয়াল-কুকুরে খাউক।
তারিখ: ২৫.০৭.২০২০