ধানমণ্ডির বত্রিশে
রাতটা নামে কালো,
সবকিছু বেশ স্যাঁতস্যাঁতে
লাগছিলো না ভালো।
বুটের আওয়াজ টক, টক,
ভয়ে কাঁদে শিশু,
বুক ফুলিয়ে নেমে আসেন
স্বাধীনতার যিশু।
ভাঙবো তবু মচড়াব না,
এমন ছিল নীতি,
দেশটা ছিল ছাতির নিচে,
তাই ছিল না ভীতি।
বুক গুলিতে ঝাঁজরা হল,
রক্ত সিঁড়ি ভাসে,
কালো রাতের পিশাচেরা
কেমন অট্ট হাসে!
দেহ ছিল মৃত সেদিন,
তিঁনি যে অমর,
বাংলা মায়ের বুকে শুয়ে
আছে মুজিবর।
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম
রাতটা নামে কালো,
সবকিছু বেশ স্যাঁতস্যাঁতে
লাগছিলো না ভালো।
বুটের আওয়াজ টক, টক,
ভয়ে কাঁদে শিশু,
বুক ফুলিয়ে নেমে আসেন
স্বাধীনতার যিশু।
ভাঙবো তবু মচড়াব না,
এমন ছিল নীতি,
দেশটা ছিল ছাতির নিচে,
তাই ছিল না ভীতি।
বুক গুলিতে ঝাঁজরা হল,
রক্ত সিঁড়ি ভাসে,
কালো রাতের পিশাচেরা
কেমন অট্ট হাসে!
দেহ ছিল মৃত সেদিন,
তিঁনি যে অমর,
বাংলা মায়ের বুকে শুয়ে
আছে মুজিবর।
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম