আছে মুজিবর ।। হামীম রায়হান

ধানমণ্ডির বত্রিশে
রাতটা নামে কালো,
সবকিছু বেশ স্যাঁতস্যাঁতে
লাগছিলো না ভালো।
বুটের আওয়াজ টক, টক,
ভয়ে কাঁদে শিশু,
বুক ফুলিয়ে নেমে আসেন
স্বাধীনতার যিশু।
ভাঙবো তবু মচড়াব না,
এমন ছিল নীতি,
দেশটা ছিল ছাতির নিচে,
তাই ছিল না ভীতি।
বুক গুলিতে ঝাঁজরা হল,
রক্ত সিঁড়ি ভাসে,
কালো রাতের পিশাচেরা
কেমন অট্ট হাসে!
দেহ ছিল মৃত সেদিন,
তিঁনি যে অমর,
বাংলা মায়ের বুকে শুয়ে
আছে মুজিবর।

হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post