আজ তোমাদের পুরনো বাড়ির
গলি পথ হয়ে এসেছি।
অনেক ক্ষণ দাঁড়ানো ছিলাম স্মৃতিস্থানে
যেখানে প্রথম দেখা হয়েছিল।
সেদিন কী কান্ডটাই না ঘটেছিল
দুদিন পূর্বে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে।
নাস্তা শেষে বাসা থেকে বের হয়ে
গলি পথে উদ্দেশ্যহীন হাটতে শুরু করি।
অনেক কাকের শব্দে চিন্তিত হই
যেই দুশ্চিন্তা তারই প্রতিফলন।
কাকের মল মাথা গড়িয়ে শার্টে পড়ে
তুমি দেখে হাসতে হাসতে ক্লান্ত হয়ে
চোখ দিয়ে পানি ঝরছে, তবুও হাসছ।
সেদিন কেন এমন হয়েছিল, জানিনা
তোমার হাসির ঝরে আমার ভাললাগা
উড়েউড়ে যায় তোমার কাছে।
দেখি অনেকে আসছে তোমার হাসির শব্দ শুনে
তখন লজ্জায় দৌড়ে পালাই।
তারপর থেকে বেলকনিতে মাসের পর মাস
রোজ রোজ তোমার জন্য অপেক্ষা করেছি।
অবশেষে তুমি যখন মাস্টার্সে পড়
তখন আবার দেখা হয়।
দুই বছর পর বিয়ে হয় আমাদের
আজও ভালবাসায় একটুও পরিবর্তন হয়নি তোমার।
অনেক পরিবর্তনের মাঝে স্মৃতিটাও বদলায়নি
আজও সাক্ষী হয়ে আছে তোমাদের পুরনো বাসা।