পুরনো বাসা ।। ইসমাইল হোসেন

 

আজ তোমাদের পুরনো বাড়ির
গলি পথ হয়ে এসেছি।
অনেক ক্ষণ দাঁড়ানো ছিলাম স্মৃতিস্থানে
যেখানে প্রথম দেখা হয়েছিল।
সেদিন কী কান্ডটাই না ঘটেছিল
দুদিন পূর্বে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে।
নাস্তা শেষে বাসা থেকে বের হয়ে
গলি পথে উদ্দেশ্যহীন হাটতে শুরু করি।
অনেক কাকের শব্দে চিন্তিত হই
যেই দুশ্চিন্তা তারই প্রতিফলন।
কাকের মল মাথা গড়িয়ে শার্টে পড়ে
তুমি দেখে হাসতে হাসতে ক্লান্ত হয়ে
চোখ দিয়ে পানি ঝরছে, তবুও হাসছ।
সেদিন কেন এমন হয়েছিল, জানিনা
তোমার হাসির ঝরে আমার ভাললাগা
উড়েউড়ে যায় তোমার কাছে।
দেখি অনেকে আসছে তোমার হাসির শব্দ শুনে
তখন লজ্জায় দৌড়ে পালাই।
তারপর থেকে বেলকনিতে মাসের পর মাস
রোজ রোজ তোমার জন্য অপেক্ষা করেছি।
অবশেষে তুমি যখন মাস্টার্সে পড়
তখন আবার দেখা হয়।
দুই বছর পর বিয়ে হয় আমাদের
আজও ভালবাসায় একটুও পরিবর্তন হয়নি তোমার।
অনেক পরিবর্তনের মাঝে স্মৃতিটাও বদলায়নি
আজও সাক্ষী হয়ে আছে তোমাদের পুরনো বাসা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।