আমি ?
আমি তোমাদের কেউ তো নই!
আমি শুধুমাত্র ক্ষণিকের একজন মানুষ মাত্র।
আমি যখন চলে যাবো, কারও তো কিছুই যায় আসবে না।
বাগানের ফুলগুলো আগের মতোই ফুটে যাবে,
তাকে যত্ন করার নতুন কেউ জুটে যাবে নিশ্চয়!
আমার মা—বাবা—ভাই—বোন, আত্নীয়—বন্ধুদের
হয়তোবা কিছুদিন মনে হবে,
ইস্!
আমি নেই!
তারপর জীবনের স্রোতে আবার ভেসে চলা তাদের।
আর আমি ?
কোথায় কেমন আছি ?
কে বা ভাববে ?
শুধু কষ্ট হবে আমার সন্তানের ।
মা বিহীন সন্তানের জীবন সবচেয়ে কঠিন!
পৃথিবীতে মায়েদের অনেক সন্তান থাকতে পারে,
কিন্তু সন্তানদের মা তো একজনই হয়।
আর এখানেই আমি মানুষ থেকে হয়ে উঠি
মা!