সকাল বেলা ভিষন
কেঁদেছে ঠুনকো পাখি
উটকো ব্যাথার কাতরানিতে,
পালক খশেছে, অকাল ধ্বনিতে দু:খের আকাশে
মেঘ করেছে কেঁপে উঠছে গর্জনীতে ।
এপাশ ওপাশ বিষের গন্ধে
ফুল ফোটেনা দৃষ্টিভরা বেলকনিতে,
উড়লো আকাশ উড়লো সুখ
খুঁজতে গিয়ে দ্বিধায় ভোগে অন্য পাখির কলকলিতে ।
আছে যার আকাঙ্খায় আরো রইলো ভরে
চিক্ চিক্ মাথা জৌলুশ করে,
পালক ঝড়েছে, ফুরিয়ে শুষ্ক শুন্য হয়েছে
ঠুনকো পাখির দল বাড়ছে একটি করে ।