তোমাকে ভুলতে পারিনি ।। আশরাফুল আলম


 

তুমি স্বপ্ন আমার দু'টি চোখের 

অঘোরও নিদ্রা তাড়িনি,

তোমাকে ভুলতে পারিনি 

(আজও) তোমাকে ভুলতে পারিনি।।


তোমার দেওয়া ফুলের মালা

হৃদয় গহীনে দিচ্ছে জ্বালা(।।)

ডাইরির ভাঁজে ভাঁজে,

খুব যতনে আছে(।।)

এখনো ফেলতে পারিনি-- 

তোমাকে ভুলতে পারিনি 


গাঁয়ের মেঠোপথে সাঁঝের বেলা

ইশারায় হতো কথা বলা(।।)

বাতাসে ভাসানো চুল 

করে দিতো পথ ভুল(।।)

নিত্যকার সে কাহিনী-- 

তোমাকে ভুলতে পারিনি। 


বুকের পাঁজরে অনুভবে হামেশাই 

তোমার শরীরের গন্ধটা খুঁজে পাই(।।)

তখন এই তনুমন

শুরু করে অনশণ(।।)

কখনোই বোঝাতে পারিনি-- 

তোমাকে ভুলতে পারিনি। 


রচনার তাং-১৪/০৯/২০খ্রীঃ

শিবচর,মাদারীপুর।


সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।