তুমি স্বপ্ন আমার দু'টি চোখের
অঘোরও নিদ্রা তাড়িনি,
তোমাকে ভুলতে পারিনি
(আজও) তোমাকে ভুলতে পারিনি।।
তোমার দেওয়া ফুলের মালা
হৃদয় গহীনে দিচ্ছে জ্বালা(।।)
ডাইরির ভাঁজে ভাঁজে,
খুব যতনে আছে(।।)
এখনো ফেলতে পারিনি--
তোমাকে ভুলতে পারিনি
গাঁয়ের মেঠোপথে সাঁঝের বেলা
ইশারায় হতো কথা বলা(।।)
বাতাসে ভাসানো চুল
করে দিতো পথ ভুল(।।)
নিত্যকার সে কাহিনী--
তোমাকে ভুলতে পারিনি।
বুকের পাঁজরে অনুভবে হামেশাই
তোমার শরীরের গন্ধটা খুঁজে পাই(।।)
তখন এই তনুমন
শুরু করে অনশণ(।।)
কখনোই বোঝাতে পারিনি--
তোমাকে ভুলতে পারিনি।
রচনার তাং-১৪/০৯/২০খ্রীঃ
শিবচর,মাদারীপুর।