তুই চাইলেও ।। রাজিয়া সুলতানা

তুই চাইলে দিতে পারবনা-

  ঐ ঢেউ তোলা সাগর পাড়ি,

তুই না চাইলেও আমি হয়ে যাব-

তোর সাগর পথের জীবন ভেলার তরী।

তুই চাইলেও তোর কোনো স্সৃতি-

         পারবনা ভুলে যেতে,

তুই না চাইলেও এখন-

সে ছবি পারবনা ফিরিয়ে নিতে।

তুই চাইলেও দিতে পারবনা-

 আমার গলায় মরন ব্যাধির দড়ি,

তুই না চাইলেও তোর ছায়া হয়ে-

হাজার বছর বেঁচে থাকতে পারি।

তুই চাইলেও দিতে পারবনা-

    চোখের জল মাটিতে শুকাতে,

তুই না চাইলেও হ্রদয়ে রেখেছি-

                     তবে নয় খুব যতনে।

তুই চাইলেও পরতে দিবনা মাটিতে-

                আমার চোখের জল,

তুই না চাইলেও চিরদিন তুইযে আমার-

                     চোখের কাজল।


সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।