তুই চাইলে দিতে পারবনা-
ঐ ঢেউ তোলা সাগর পাড়ি,
তুই না চাইলেও আমি হয়ে যাব-
তোর সাগর পথের জীবন ভেলার তরী।
তুই চাইলেও তোর কোনো স্সৃতি-
পারবনা ভুলে যেতে,
তুই না চাইলেও এখন-
সে ছবি পারবনা ফিরিয়ে নিতে।
তুই চাইলেও দিতে পারবনা-
আমার গলায় মরন ব্যাধির দড়ি,
তুই না চাইলেও তোর ছায়া হয়ে-
হাজার বছর বেঁচে থাকতে পারি।
তুই চাইলেও দিতে পারবনা-
চোখের জল মাটিতে শুকাতে,
তুই না চাইলেও হ্রদয়ে রেখেছি-
তবে নয় খুব যতনে।
তুই চাইলেও পরতে দিবনা মাটিতে-
আমার চোখের জল,
তুই না চাইলেও চিরদিন তুইযে আমার-
চোখের কাজল।