অনিঃশেষ অশ্বরেখা ।। জামাল অন্তর

 অধঃগামী লিফটের নিমজ্জন রেখা ছুঁয়ে ছুঁয়ে
প্রতিবার ঘুমোতে যাই-
খননাতীত কিছু প্রত্নমূর্তি আর তুমি
যুগপৎ আচ্ছন্ন করে রাখে আমাকে।
হাজার কিলো পাড়ি দিয়ে
বাতাসের তারে ভেসে আসে
বৃষ্টির গন্ধ-
দূরের মাঠজুড়ে সরষে ফুলের রোদ
ক্রমশঃ মিইয়ে আসে
শোকার্ত সন্ধ্যা-নদী, ধু ধু পথ
দূরে কোথাও বিকিকিনি হয়
মাছের শরীর;
আলতা পা, নিথর জলজ
মৃত পথ চিনে উবে যায়
চোখের চড়ুই।

***

জোনাকির পেয়ালা হতে
খেয়েছি তো এক চুমুক গাঢ় অন্ধকার
সংক্রমিত নিস্তব্ধ পুরো রাত,
পাতার ভিতর দিয়ে প্রবাহিত
বাতাসের চুল-
কেঁদে যায় জোছনার ভ্রুণে।

 


সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।