জলে টলমল ।। লোকমান হাকিম

একখানি নৌকা আমার
পারাপারের একমাত্র সম্বল
যত্নে রাখি খুব।
সাজিয়ে রাখি গুছিয়ে রাখি
ব্যস্ততাকে আড়াল করে
রাখি পরিপাটি খুব।
দিনের পর দিন গেছে
দিনের দুপুর এখন
কর্মযজ্ঞে দিন কেটেছে
দেখার সময় কই
জীবন ভর যা করেছি
কর্ম দেখি কই
যা করেছি সবই আমার
জলের মতো জল
সেই জলেতে নৌকা আমার
ভীষণ টলমল
মাঝ নদীতে এখন আমি
ফিরব কেমন করে
হাল ধরেছি পাল তুলেছি
চারিদিকেই জল
সেই জলেতে নৌকা আমার
ভীষণ টলমল।



সূচিতে ফিরতে ক্লিক করুন

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post