তোর ভালোবাসার আদ্রর্তায়
বৃষ্টি হয়ে ছুঁয়ে দিতে চাই সবটুকু
বিচরণ করতে চাই তোর মনের গহীনে।
তোর অভিমানে নিজেকে গলাবো মোমের মত
হতে চাই তোর মুক্তা ঝরানো হাসির মানে
মিশে যেতে চাই তোর চলনে বলনে
সঙ্গী হবো সুখ-দুঃখে ফেলা শ্বাস প্রশ্বাসের
শীতে গায়ের চাদর রূপে
গরমে এক অদৃশ্য পাখা
আর নাতিশীতোষ্ণতায় উত্তেজনার চরমে পৌঁছে ভাসাবো রঙিন ভেলা।
লুফে নেবো তোর স্নিগ্ধ কেশের ঘ্রাণ
মায়াবী সংস্পর্শে বেসামাল থাকবে আমার দু'হাত।
শিহরিত হবি উত্তেজনায়; কাতর হবে শরীর
পূর্ণতা পাবে দুটি হৃদয়ের ইচ্ছেরা।
দারুণ!!
ReplyDelete