মা আসছে বাছা এবার ঘর সাজা
করোনা করোনা করে অনেক দিন কাটিয়েদিলি
ভোগও করেছিলি অনেক যন্ত্রনা;
দেখেছে সবার ছটফটানি,
তাঁর আলতো উন্মাদনায়,দেখবি গুড়িয়ে দেবে
গড়িয়ে দেবে নূতন পৃথিবী,মেটাবে সকল বিড়ম্বনা!!
মা আসছে বাছা এবার ঘর সাজা
ঘরের যতো আবর্জনা ছিলো,
ভাসিয়ে দেনা নদীর জলে,
হতাশা সব চুর্মার হবে
দিন গুলি সব যাবে অতলে,
যে দিন গুলি ঘরের আনাচে আঁধারে আবডালে কেটেছিলো
মা আসছে বাছা
অনেক কষ্টে লকডাউন সব উপেক্ষা করে
মনের যন্ত্রনা সব নোট করে রাখ
গুছিয়ে বলবি চরন তলে;
২৯.০৯.২০২০
রাম প্রসাদ বর্মণ, ১৬৮ ধুলিয়া,
মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ