উলিপুরে লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

।। বর্ণপ্রপাত ডেস্ক ।।

কুড়িগ্রামের উলিপুরে কিশোরদের ছোট কাগজ ছুটিরপাতা ম্যাগাজিনের মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় সাহিত্য ও সংস্কৃতি বিকাশে কিশোরদের ছোট কাগজ ছুটিরপাতা ম্যাগাজিনের উদ্যোগে উপজেলার চৌমুহনী বাজারে অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের কনফারেন্স রুমে মাসিক পাঠচক্র এবং লেখালেখি কলাকৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উলিপুরর ইতিহাসের লেখক, বাঙালি সংস্কৃতির ছোট কাগজ ছোটনদীর সম্পাদক, গবেষক আবুহেনা মুস্তাফা। উপস্থিত ছিলেন ছুটিরপাতার সম্পাদক ও প্রকাশক তানভীরুল ইসলামসহ সম্পাদকীয় কমিটি, পাঠক ফোরামের সদস্যবৃন্দ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post