দেবীর আগমন ।। দীপন কুমার রায়


শরৎ মনে করিয়ে দেয়;
আধপূর্ণ বিলের জলের
আধোফোঁটা পদ্ম।
দুহাতে পদ্মপাতা উচিয়ে
অম্বিকাদেবীর প্রসাদ পাওয়ার অপেক্ষা।
অর্ঘ্য বিল্বপত্রাঞ্জলি অন্তে
হোমভস্ম ললাটে দিয়ে
ভাববিনিময়।
এ যে পরম্পরা সূত্রে মিশে আছে
রক্তে শিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে।
সুরথ রাজা আর মেধা ঋষি থেকে ।



 

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post