সৃষ্টি ! সবসময়ই আনন্দ, অনাসৃষ্টি করে ভেঙে দিওনা,
তাকে বলতে দাও, তার মনের কথা।
পুতুল বলে ছুঁড়ে ফেলোনা, পুতুল তোমার খেলার সাথী।
কবির সৃষ্টি কবিতা সুমধুর, চিত্রকরের তুলি।
সৃষ্টির রহস্য আমরা ছেলেখেলায় বলি।
কামারের সৃষ্টি আগুন ঝলসিয়ে রূপ দেওয়ার প্রচেষ্টা,
কুমোর শান্ত পরিবেশে, গাছতলায় বসে মাটির দলায়,
রূপ দেয় দেবদেবীর
বাহনের চমকপ্রদ লীলাখেলা ফুটিয়ে তোলে
ছুতোর সব কিছুরই কাঠামো তৈরি করে
শিল্পী সঙ্গীতে,বাদ্যে, ক্যানভাসে তুলি বোলায়
পশুপাখি তার ভালোবাসা,পথ চলা, খাদ্য জোগাড় করে অনায়াসে
পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, ছন্নছাড়া, ধ্বংসলীলা,কাম,ক্রোধ লীলায় ,
মা,বোন বোধ হারিয়ে ফেলে সৃষ্টির উন্মাদনার বশে।
সৃষ্টি মহান! তাকে যত্ন আদর সোহাগে গড়লে সে রূপ পায় প্রকৃত মানুষ।
অছিলায় সৃষ্টি পশুর চেয়েও অধম অমানুষ অনাসৃষ্টি?
জিজ্ঞাসার কৌতুহলে, মেঘসৃষ্টি ও তার বর্ষণে বসুন্ধরার তৃপ্তি।
অবসরপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষক বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ