স্রোত প্রকাশনা আয়োজিত ত্রিপুরায় প্রথমবারের মতো হচ্ছে অনলাইন বইমেলা

  

আগামী ১লা ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর ২০২০ ত্রিপুরায় প্রথমবারের মতো হচ্ছে স্রোতের আয়োজনে অনলাইন বইমেলা। অনলাইন এই বইমেলা উদ্বোধন করবেন উপমহাদেশের অহংকার  কথাসাহিত্যিক সেলিনা হোসেন। দায়বদ্ধতা সৃজনশীলতা সাংস্কৃতিক আদান প্রদান ও পাঠক তৈরী করতে এই বইমেলা সময়ের সাথে তার রূপ পাল্টে অনলাইনে নানাভাবে প্রতিদিন লেখক প্রকাশকের সহযোগিতায় লেখকদের বইগুলোর প্রচ্ছদ লেখক পরিচিতি বইয়ের সংক্ষিপ্ত পরিচয়সহ প্রচার করা হবে। পাঠক যে কোন বই ক্রয় করতে চাইলে অগ্রীম বুকিং করবেন।আয়োজক স্রোত প্রকাশনা পাঠকের নির্দিষ্ট ঠিকানায় ৩০% ডিসকাউন্ট দিয়ে বইটি যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে।পাঠক ঘরে বসে পছন্দ মতো বইটি সংগ্রহ করবেন উপযুক্ত ছাড়ের সুযোগসহ।চলবে নিয়মিত আবৃত্তি সংগীত ও নৃত্য পরিবেশনা।ত্রিপুরায় প্রথমবারের মতো এই বইমেলার আয়োজন তথাপিও লেখক পাঠক ও প্রকাশকদের মধ্যে সাড়া পেয়ে স্রোত প্রকাশনার প্রকাশক সুমিতা পাল ধর আপ্লুত।উক্ত বইমেলার অতিথি হিসেবে বক্তব্য রেকডিং করে পাঠানোর মতামত দিয়েছেন ৫০ জনের উপর কবি সাহিত্যিক।দীর্ঘ সময় ধরে করোনা পরিস্থিতি চলায় লেখক পাঠকের যৌথ আলাপ আলোচনা প্রায় বন্ধ। এই অবস্থায় অনলাইন বইমেলা চলাকালীন পাঠক মতামত দিতে পারবেন।লেখক আগামী পরিকল্পনা বলবেন।এতে সময়োপযোগী এই বইমেলা আমাদের দূরে দূরে থেকেও একসূত্রে গাঁথার এক পরিবেশের সৃষ্টি হবে।পাঠক লেখক ও প্রকাশকের এই আনন্দময় সাংস্কৃতিক বিকাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনলাইনে ফেইসবুকে ও হোয়াটসঅ্যাপেও চলছে জোর আলোচনা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।