শিশু অধিকার ।। মিজানুর রহমান


 শিশুর আছে অধিকার
জানো কি তোমরা?
শিশু হইল ফুলের মতো
তাদের প্রতি যত্ন নেই আমরা।
 
ঘোষণা করেছে সরকার
সব শিশুর সমান অধিকার
করবেন না বিভেদ ভাইরে
 ছেলে মেয়েতে
এখনই না সজাগ হলে
সবই যাবে বিফলে
উন্নত হবে না জাতি শিক্ষা ছাড়া।

নিরাপদ পরিবেশ পেলে
বাড়বে শিশু হেসে খেলে
বাল্যবিবাহ রোধে হও রে সচেতন
নারী শিক্ষার অগ্রগতি
আসবে দেশে উন্নতি
ব্যাত্যয় ঘটিলে জীবন
হবে ছন্নছাড়া।

বাড়লে শিশু অনাদরে
বিকাশ ঘটবে না সমাজে
ইভটিজিং এর বাড়বে প্রভাব
সেই কারণে
তারা হইল কোমলমতি
গুরুত্ব দাও তাদের প্রতি
সোনার বাংলা হবে ভাইরে
সোনায় ভরা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।