শিশুর আছে অধিকার
জানো কি তোমরা?
শিশু হইল ফুলের মতো
তাদের প্রতি যত্ন নেই আমরা।
ঘোষণা করেছে সরকার
সব শিশুর সমান অধিকার
করবেন না বিভেদ ভাইরে
ছেলে মেয়েতে
এখনই না সজাগ হলে
সবই যাবে বিফলে
উন্নত হবে না জাতি শিক্ষা ছাড়া।
নিরাপদ পরিবেশ পেলে
বাড়বে শিশু হেসে খেলে
বাল্যবিবাহ রোধে হও রে সচেতন
নারী শিক্ষার অগ্রগতি
আসবে দেশে উন্নতি
ব্যাত্যয় ঘটিলে জীবন
হবে ছন্নছাড়া।
বাড়লে শিশু অনাদরে
বিকাশ ঘটবে না সমাজে
ইভটিজিং এর বাড়বে প্রভাব
সেই কারণে
তারা হইল কোমলমতি
গুরুত্ব দাও তাদের প্রতি
সোনার বাংলা হবে ভাইরে
সোনায় ভরা।