আত্মপ্রকাশ করেছে ভিন্নধারার অনলাইন বুকশপ ‘কানামাছি ডট কম’


মোহাম্মদ অংকন, ঢাকা :
দেশে বেশ কিছু অনলাইন বুকশপ রয়েছে। বুকশপগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিদেশেও পাঠকের কাছে বই পৌঁছে দিচ্ছে। এসব বুকশপগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্যের বাইরে গিয়ে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে ‘কানামাছি ডট কম’ নামে একটি অনলাইন বুকশপ। ‘ক্রেতা নয়, পাঠক চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন ধারণার অনলাইন বুকশপ ‘কানামাছি ডট কম’-এর প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ১লা জানুয়ারি ২০২১ সালে ওয়েবসাইট লঞ্চিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

‘কানামাছি ডট কম’র প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব সেতু জানান, ‘পাঠক, লেখক ও প্রকাশক- এই ত্রিভূজের মধ্যে শক্ত বন্ধন রচনা করার জন্য ‘কানামাছি ডট কম’র মাধ্যমে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হবে। ‘কানামাছি ডট কম’ পাঠকের অভিরুচি অনুসারে সেরা বইটি বেছে নিতে সহায়তা করবে। পাঠকের বয়স পেশা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোন বই পড়লে তিনি আরও উৎকর্ষ হতে পারবেন, সে ব্যাপারেও ‘কানামাছি ডট কম’ সহযোগিতা করতে প্রস্তুত।’
 
তিনি আরও বলেন, ‘কানামাছি ডট কম’ শুধু বই বিপণনে সীমাবদ্ধ থাকতে চায় না, পাঠ্যাভাস বৃদ্ধির আন্দোলনেও সামিল হতে চায়। ‘কানামাছি ডট কম’ প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি সম্ভাবনাময় লেখকদের সামনে নিয়ে আসার চেষ্টা করবে। ‘কানামাছি ডট কম’ হতে চায় পাঠকের একটি আস্থার জায়গা। দ্রুততম সময়ে স্বাচ্ছন্দ্য সেবা দানই ‘কানামাছি ডট কম’র লক্ষ্য। এ যাত্রায় সকলকে সাথে পাবো বলে আশা রাখি।’

উল্লেখ যে শীঘ্রই চালু হবে ‘কানামাছি ডট কম’র ওয়েবসাইট। অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন। লিংক : কানামাছি

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।