উলিপুরে 'ছোট নদী'র অর্ধযুগ উৎসব পালিত


কুড়িগ্রামের উলিপুরে ২ ডিসেম্বর শনিবার সকালে নানা আয়োজনে বণিক সমিতির হল রুমে উলিপুরের বাঙ্গালী সংস্কৃতির ছোট কাগজ 'ছোট নদী'র অর্ধযুগ উৎসব পালিত হয়েছে। উৎসবে ছোট নদী'র সপ্তমবর্ষের প্রথম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচনের পর গুনীজনদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা দেয়া হয়।

ছোট নদী'র অর্ধযুগ পালন ও সপ্তম বর্ষ সংখ্যার উম্মোচনে ছোট নদীর সম্পাদক আবু হেনা মোস্তফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উলিপুর মহিলা ডিগ্রী কলেজ ও ছোট নদী উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যক্ষ দেবব্রত রায়।
গুনীজন হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও লেখক হায়দার বসুনিয়া, সরদার মোঃ রাজ্জাক, আ.ক.ম. এরশাদুন নবী আনছারি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, নীলফামারী সরকারী কলেজের সহঃ অধ্যাপক জাহাঙ্গীর আলম, জাতীসংঘ শান্তিপদক প্রাপ্ত রংপুর জেলার সহকারি পুলিশ সুপার হরেশ্বর রায়, উলিপুর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুলতানা, প্রভাষক স.ম. আল মামুন সবুজ, শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, শিল্পী পঞ্চানন রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রথীন্দ্র পসাদ পান্ডে , ছোট নদীর উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী মিনহাজুল ইসলাম মিন্টু, এ্যাডভোকেট আব্দুস সালামসহ প্রমুখ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।