প্রেম নগরীর প্রণয় সুধা আমার পরাণে ঢালি
চলছো তুমি নিরন্তর চঞ্চল পদ ফেলি।
বনবিথীকার সবুজ সুখে আমায় দিয়ে প্রাণ
বিহঙ্গের সুরে সুর মিলিয়ে গাইছো কত গান।
পুষ্পশয্যা যাও হয়ে যাও ফাগুন এলে দেহে
জৈষ্ঠের বুকে রাখো মধু ভরাও এ মন স্নেহে।
শূন্যতার যে নাই অবকাশ তোমার সম্মুখ পানে
তোমার প্রিয় সন্তানদের মারবে বিষ বাণে!
পূর্ণ ওগো আমি; সবাই; তোমায় পাওয়ার সুখে
তাইতো তোমায় আগলে রাখি চুপটি করে বুকে।
তোমার জলে তৃষ্ণা মিটাই ক্ষিধে মিটাই আমি
খুব নিশীথে নিরব মায়ায় যাও যে আমায় চুমি!
দিনবিশেষে নয় ওগো নিত্যই তোমায় ভাবি
তোমার মাঝেই থাক মিশিয়ে আমার সকল দাবি।
ধনধান্য পুষ্পে ভরা আমার প্রিয় দেশ
ভালোবাসি তাই তো ওগো তোমায় অনিঃশেষ।