স্বপ্নের পালক ওড়ে মধ্য রাতের গগনে,
অবোধ শিশু ও ভেসে চলে আনমনে উজানে।
ধীরে ধীরে ভেঙ্গে পড়ে,জীবনের অক্ষরগুলো,
জীবন্ত মমির মত,শেকড়হীন শব্দগুলোও।
শবগৃহ করে হন্তারকেরা,বেড়ায় চষে,
ফাঁসুড়েরা দড়িতে লাগায় পাক কষে,
বিশ্বাসঘাতকের দল চলে জাল ছড়িয়ে,
ভাষন দাতারা চলে সর্ন্তপনে সব এড়িয়ে।
উদ্ধত যুযুধানের ক্ষেপনাস্ত্রের খেলা,
গিলেটিনে বাজে প্রভাত সঙ্গীতের মেলা। ছিন্নভিন্নহয়দেহ,ফুসফুস,হৃদযন্ত্র,
এরা কারা?
সবুজের আর্তনাদে,এক বিষন্ন ধরা।