শুদ্ধ প্রেমিক ।। ইমরান হোসাইন আদিব


একজন প্রেমিকার চাওয়া গুলো কেমন হতে পারে তার প্রেমিক কে ঘিরে!
হয়তো অনেক টা এমন,
প্রেমিক সে তো বাষ্প হয়ে ভেসে উঠা আকাশ ছোঁয়া সাদা মেঘ।
পৃথিবীর সব প্রেমিকার শাড়ির ভাঁজে নাকি প্রেমিকের স্পর্শ থাকে না,
পৃথিবীর সব প্রেমিকের গল্পে  নাকি তার প্রেমিকা ছাড়াও দ্বিতীয় চরিত্র লুকানো থাকে ছলনার।
আমি চাই আমার শাড়িটি নিজ হাতে আমার কোমরে গুঁজে দিক সে,
আমি চাই আমার আস্থার মূল্যে দিয়ে সে তার গল্প জুড়ে শুধু যেন আমি ময় চরিত্র সৃষ্টি করে চলুক অবিরাম ।
পৃথিবীর সব প্রেমিকরাই নাকি স্বার্থপর, 
প্রেমিক মানেই নাকি রাগান্বিত মুখে নিষ্ঠুর কন্ঠস্বর।
তবে আমি চাই আমার প্রিয়জন আমাকে তার শ্বাসে মিশিয়ে নিক,
আমি চাই তার কোমল মুখে তাকালে যেন আমি ভালো থাকার কারণ খুঁজে পাই।
প্রেমিকরা নাকি শুধুই দুধের মাছি
স্বার্থ হাসিল নামক বদনাম রটে গেছে প্রেমিকদের নামে শহরের দেয়ালে দেয়ালে,
আমি চাই  সবার জীবনে প্রেমিক থাকা আবশ্যক হয়ে দাঁড়াক 
বদনাম ঘুচে যাক প্রেমিকের নামে রটানো সব ভাবনার বিষ।
আমার খোলা চুলের মায়ায় পড়ে যেন সে সব ব্যস্ততা ভুলে যায়,
আমার চোখের মায়ায় পড়ে যেন সে বারবার পথ ভুলে আমার পানেই ফিরে আসে শেষ আশ্রয়ে।
আমার খোঁপায় যেন গুঁজে দেয় তার হাতের কাঁচা শিউলি মালা, 
আমার হাতে যেন স্পর্শ পাই তার হাত দীর্ঘ পথ চলার।
পৃথিবীর সব প্রেমিকের কলুষিত বদনাম মিটিয়ে যাক,
আমার প্রেমিকের ভূমিকায়।
প্রেমিকরা হয়ে উঠুক বিশ্বস্ত,
যুগে যুগে তারা যেন
অমর প্রেমের গল্প ছড়ায়।

2 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।