টাকার নেশা ।। জাকিরুল চৌধুরী

 

টাকার খুঁজে ছুটছে মানুষ
নিত্য দিবা রাত,
টাকার জন্যেই বাড়ছে শুধু
কালো থাবার হাত।

যার পেটেতে ক্ষুধার অনল
ভাতের চাওয়া তার
পাঁচেক বিঘা জমি হলে
নেই প্রয়োজন আর।

যার বাড়িতে ধানের গোলা
তার ভাসনা এক।
নামের পাশে কেমনে হবে
উপাধি তার শেখ।

গ্রামেতে যে প্রধান মোড়ল
তারও কিছু চাই
যাহা দিয়ে শহর তলী 
বাসা করতে পাই।

দশ তালার ঐ মালিক বেটা
পুষে মনে সাধ
কানাডাতে বাসা উঠলে
হবে আহ্লাদ।

টাকার নেশায় ছুটছে মানুষ
উড়ছে শুধু মন
মিটছে না তো আদোও কারো
যা যা প্রয়োজন।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post