আগামীর দিকে এগিয়ে চলো,
করে নানা কল্পনা,
বর্তমানকে মান্যতা দিয়েই,
করো নবীন জল্পনা।
এখন হয়তো আকাশ মেঘলা,
দেখাচ্ছে সব কালো,
বিদ্যুতের ছটায় দেখবে যখন,
চারিদিক সব আলো।
অতীতটাকে তুচ্ছ না করে,
শিক্ষা নাও ভবিষ্যতের তরে।
গতদিনে যা, ঘটেছে ঘটুক,
আগামীকাল টা ভাল হউক।
বর্তমান-টাই সঠিক সময়,
ভবিষ্যত গড়ার ভিত্।
হেলায় ফেলায় নষ্ট করলে,
ভুগবে, যখন হবে অতীত।
ভুলটা যদি বুঝতে পারো,
জানবে সঠিক টা ও কি।
অতীত, বর্তমান, ভবিষ্যতের ও,
প্রয়োজনটাই বা কি?