দায় সারা বাঁচি থাকা ।। বিপুল রায়



মাঝে মাঝে ভুলি যাং
    জীবনের যত গান
আমাবাইস্যাতে ডুবি যায়
   মোর আকাশের চান!
শূনপাথারত ভাবোং বসি
    কি মোর অভিনয়?
দায় সারা বাঁচি থাকা--
    কতক্ষণ যে কি হয়!
মনের ভিতিরা নিরানন্দ
   সদায় জাগি উঠে,
দুঃসমায়ের কাল-পর্বত
    কুনদিনে যে টুটে!
মরার মতন বাঁচি থাকা,
  নাই জীবনের মানে
দুঃসমায়ের মহা-মিছিল 
   বুকের ভিতিরা হানে!
শূন্য বুকের পুণ্য ভূমিত
     অভাব বারোমাস
ক্যামন করি হয় তাতে--
   গোলাপ-জবার চাষ?

তারিখ: ০১.১২.২০২০


 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।