দায় সারা বাঁচি থাকা ।। বিপুল রায়



মাঝে মাঝে ভুলি যাং
    জীবনের যত গান
আমাবাইস্যাতে ডুবি যায়
   মোর আকাশের চান!
শূনপাথারত ভাবোং বসি
    কি মোর অভিনয়?
দায় সারা বাঁচি থাকা--
    কতক্ষণ যে কি হয়!
মনের ভিতিরা নিরানন্দ
   সদায় জাগি উঠে,
দুঃসমায়ের কাল-পর্বত
    কুনদিনে যে টুটে!
মরার মতন বাঁচি থাকা,
  নাই জীবনের মানে
দুঃসমায়ের মহা-মিছিল 
   বুকের ভিতিরা হানে!
শূন্য বুকের পুণ্য ভূমিত
     অভাব বারোমাস
ক্যামন করি হয় তাতে--
   গোলাপ-জবার চাষ?

তারিখ: ০১.১২.২০২০


 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post