শেফালি ।। বিপুল রায়

 


মনবাগানের কত শত ফুলের মাঝোত

তুই শেফালি বেশ ফুটি আছিস--

                    মুই আনন্দে আত্মহারা

বাসনা ছড়াইস বাও-বাতাসোত

                  মহকি উঠে গোটায় পাড়া,

ভোমোরা আইসে অগোলে-বগোলে

                              সাবধানে থাকিস

ভরা বসন্তে ভরা যৌবন ঢাকি রাখিস...


মায়া নাগা আতির জোছনার আলোত

উন্মাদ হং তোর রূপের ঝলক দেখি--

                      চোখুর 'পলক' পড়ে না;

মনে হয় কুনো এক ‘অদৃশ্য’ শক্তি

                               মুহুনি নাগাইসে,

তোর-মোর পরিচিন করি দিয়া

                  পিরিতির ভাব জাগাইসে।

তারিখ: ২৭.০১.২০২১

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।