মনবাগানের কত শত ফুলের মাঝোত
তুই শেফালি বেশ ফুটি আছিস--
মুই আনন্দে আত্মহারা
বাসনা ছড়াইস বাও-বাতাসোত
মহকি উঠে গোটায় পাড়া,
ভোমোরা আইসে অগোলে-বগোলে
সাবধানে থাকিস
ভরা বসন্তে ভরা যৌবন ঢাকি রাখিস...
মায়া নাগা আতির জোছনার আলোত
উন্মাদ হং তোর রূপের ঝলক দেখি--
চোখুর 'পলক' পড়ে না;
মনে হয় কুনো এক ‘অদৃশ্য’ শক্তি
মুহুনি নাগাইসে,
তোর-মোর পরিচিন করি দিয়া
পিরিতির ভাব জাগাইসে।
তারিখ: ২৭.০১.২০২১
খুব ভালো নাগিল।
ReplyDelete