সৌন্দর্যের রঙ কি? ।। ইমরান হোসাইন আদিব


মনের কিন্তু কোন রং হয়নাহ,
সাদা চেহারার মানুষটি যে অনুভূতি নিয়ে বেঁচে  থাকার অধিকার রাখে,
কালো শ্যামা বর্ণের  মানুষটিও কিন্তু তার এতটুকু ব্যতিক্রম নয়।
পার্থক্য টা শুধু অনুভূতির গ্রহণযোগ্যতায়।
সৌন্দর্যের নিদিষ্ট কোন সংজ্ঞা নেই,
সৌন্দর্য হঠাৎ করে শ্যামা বা কালোতেও উপস্থিত হয়,
ধরা দেয় বাহ্যিক বিচারে অসুন্দর মানুষে,
তোমার বিধাতা তোমায় করেছে কালো তুমি করবে কি? 
কবিতা শুধু বাঁকানো ঠোঁট,  
ঢেউ খেলানো ভুরু সঙ্গে সাদা কোমল ত্বক
কিংবা লম্বা কেশ নিয়ে লেখা হয় না,
কবিতা মাঝে মাঝে কালো গড়নের মেয়েটির উস্ক খুশকো খোলাচুল নিয়েও লেখা হয়।
 সুন্দর তকমা লাগানো মেয়ের খোঁপায় শিউলি ফুলের মালাটা পড়ানোর অধিকার হস্তক্ষেপে লাগে জনতার সংঘর্ষ,
অথচ কালো উপমায় উপমিত তোমার খোঁপায় একটা গোলাপ গুঁজে  দেয়ার বায়না দূরে থাক অনুভবটাও কেউ করেনা কখনো।
তুমি কৃষ্ণ কলি তোমাতে কৃষ্ণচূড়া ফোঁটার  অবাধ বায়না,
মন খারাপ করোনা
খোঁপায় ফুল গুঁজে বাহিরে এসো 
পুরো আকাশ  তোমার মুগ্ধতায় নত।
খালি পায়ে এগিয়ে এসো মাটি তোমার চরণের স্পর্শ নিতে অস্থির ভীষণ।
তুমি কালো বলে কপালের ভাঁজে টিপ পড়ানোতে কেন হস্তক্ষেপ করবে,
লাল টিপ দিয়ে চোখে কাজল মেখে বাহিরে এসো দেখো চারপাশের পাখি গুলো তোমার সৌন্দর্য বর্ণনার কিচিরমিচিরে কতোটা ব্যস্ত।
তোমার অধিকার তোমার,
শুধু তোমার।
শাড়ির ভাঁজে আয়নায় দাঁড়িয়ে দেখ একটি বার তুমিও বড্ড  সুন্দর। 
কেউ তোমায় নিয়ে অনুভব করে বসবে
সে তোমার কিংবা তুমি তার,
এমন টা হয়ে উঠে না কেন এ সমাজে? 
বরাবরি একটা বৈষম্য তোমার ক্ষেত্রে,
কালো কদাচার হয়ে জন্মই যখন তোমার জন্য আজন্ম পাপ! 
তুমিও রাত জেগে একাকিত্বতায় ভোগে
প্রয়োজন বোধ হয় আস্থাভাজন কোন সঙ্গের,
ফোনের স্ক্রিনটা ফোন কল কিংবা মেসেজ এর টিউনে বেজে উঠার মিথ্যা অপেক্ষা তোমার।
তুমিও তো ভাবতে পারো এক কাপ চায়ে দুটি ঠোঁটের মিলন,
ভাবতে পারো হাতটা ধরে আমৃত্যু পাশে থাকার প্রতিশ্রুতি দিক কেউ।
তুমি কালো বলে কি তোমার আকাশ টা নীল হয় না রংধনুতে সাজে না তোমার আকাশ,
জ্যোৎস্না স্নানে কি মাতে না তোমার আধো মেঘের আকাশটা পূর্ণিমা রাতে,
তুমি কালো বলে কি তোমার উঠোনের ফুল গুলো ফোটে না অভিমানে,
বৃষ্টি কি তোমায় ভেঁজায় না
তোমার অতৃপ্ত আত্মার।
তুমিও কারো স্বপ্নে কাঙ্ক্ষিত হয়ে উঠো প্রিয়,
মন খারাপ করো না গো তোমার খালি পা দুটোও পূর্ণ হবে কারো নিজ হাতে পরানো নুপুর যুগলে।
তোমার বাহ্যিক রুপে মুগ্ধ হয়ে যে ভালোবাসবে আজ,
হয়তো একটা দিন সেই বিশ্বস্ত মানুষটার মিথ্যা সমীকরণ তোমার প্রাক্তন বয়সে হারিয়ে যাবে।
মন কে ভালোবেসে কাছে আসা মানুষ টার উপস্থিতি হোক সর্বদা সর্বক্ষণ,
বৃদ্ধ বয়সেও তোমার ঢিলে চামড়া যাওয়া হাতে পরম মমতায় হাত রাখুক।
ঠোঁটের ফিকে হাসি টা আর চেপে না রেখে ছড়িয়ে দাও,
তোমার হাসির কাছে ম্লান হয়ে যাক 
সব আড়ালের কালো মুখোশ।
ভালোবাসা নামক প্রভাত ফেরির উন্মোচন হোক আবার,
আমন্ত্রিত তুমি এ বৈষম্যহীন শহরে রাজকুমারীর বেসে প্রিয়।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।