আমি যদি হতাম ওগো
ঐ মদিনার মাটি,
জমজমের ঐ পানি চুষে
হতাম আমি খাঁটি।
প্রিয় নবী হেটে যেতেন
ধুলো হতাম পায়ে
বিশ্বনবীর নুরের ঝলক
মাখতাম আমার গা'য়ে।
যুদ্ধে যেতো সাহাবীরা
ঘোড়া সাথে নিয়ে,
খরম পায়ে ঢুকে যেতাম
বালু কণা হয়ে।
লক্ষ হাজীর পায়ের ধুলো
লাগতো আমার বুকে,
সেই ধুলোতে সুরমা মেখে
দিতাম আমার চোখে।
মদিনার ঐ মাটি হলে
আদর করতো লোকে,
কেউবা আবার চুমু খেয়ে
নিতো আমায় বুকে।