তুমি এসো,
তুমি এসো আমার শীতকালীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতার চরণে,
এসো তুমি উত্তরের শৈত্য হিমেল হাওয়ার আর্দ্রতায় মিশে।
তুমি এসো মায়ের হাতে তৈরি সকালের ভাবা কিংবা অজ্ঞাতনামা কোন পিঠায়,
এসো তুমি খেজুরের রস কিংবা জমে যাওয়া ইলিশের ঘ্রাণে।
তুমি এসো ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কুয়াশায় ছেয়ে যাওয়া নিস্তব্ধ সন্ধ্যায়,
তুমি না হয় এসো এই নির্ঘুম রাতে একাকিত্বের করুণ আর্তনাদে।
তুমি এসো ভোরের সিক্ত শিশির কণায়,
আমন্ত্রণ তুমি এসো দুপুরের উষ্ম কনকনে রোদে নয়তো খড়কুটোয় জ্বলে উঠা আগুনের উতপ্ত আভায়।
তুমি এসো শরীরে লেপ্টে থাকা চাদর হয়ে উষ্ণ মায়ায়,
এসো তুমি পাপড়ি ভেজা গোলাপের পাতায় নয়তো শিশিরে ভেজা নব্য বুনো ঘাস ফুলের ডগায়।
বিস্তৃত এই প্রান্তরে এতো আহ্বানে সায় দিয়ে অতঃপর তুমি এলে স্বাগতম তোমায় এই ক্ষুদ্র অভ্যর্থনায়,
উপস্থিত হও তবে মোর সদা সম্মুখে
হারিয়ে যেও না আবার শীতের রুক্ষতা কেটে যাওয়ার নিছক বাহানায়।