মা বাবা ।। সাজেদুল করিম সুজন

মা বাবা মানেই বটবৃক্ষের ছায়া

মা-বাবা মানেই শান্তিনিকেতন

মা-বাবা মানেই উৎসাহ পাওয়া

মা বাবা মানেই সুখের আচ্ছাদন

মা বাবা মানেই শত আবদার পূরণ

মা বাবা মানেই প্রশান্তির ঘুম

মা বাবা মানেই প্রফুল্ল মন

মা বাবা মানেই কপালে প্রথম চুম

মা বাবা মানেই সবকিছুর সমাধান

মা বাবা মানেই আশা ভরসা

মা বাবা মানেই বিশেষ অবদান

মা বাবা মানেই উজাড় ভালোবাসা

মা বাবা মানেই শ্রেষ্ঠ কারিগর

মা বাবা মানেই দুঃখ করিস না

মা বাবা মানেই আলোকিত ঘর

মা বাবা মানেই আমরা আছি না!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post