বুকে বেদনা বয়ে মেঘেরা যায় ক্ষয়ে
বৃষ্টি ঝরিয়ে
গহীনের টানে অনুরাগ কভু কি থামে
অশ্রু ঝরিয়ে
অনুভব স্রোত হয়ে চিরকাল যায় বয়ে
আনমনে মর্মমূলে
স্মৃতির বাগান বিলাস গড়েছে নিবাস
কোন্ মোহন ভুলে?
কিছু ক্ষত আছে বড়ো অর্থবহ বাজে
অন্তরঙ্গ
সেই ব্যথা চলমান প্রাণের অভিজ্ঞান
অনুসঙ্গ
সেই প্রিয় বেদনা বন্ধুসম দৃঢ় সাধনা
চিরসঙ্গী আজীবন
কখনো দুঃখ তাই দুঃখিত করে নাই
ছড়ায় চিত্তে স্নিগ্ধ সমীরণ ।