বর্ণমালা রঙিন ।। হামীম রায়হান



সালাম, রফিক, বরকতের,
কেমন ছিল টান?
মায়ের ভাষার জন্যে তাঁরা
বিলিয়ে দিল প্রাণ!
মিছিল নিয়ে চলল তাঁরা,
জাগলো শহর সারা,
তাঁদের তাজা রক্তে জাগে
শহর গাঁয়ের পাড়া।
রক্ত দিয়ে লিখল তাঁরা
বাংলা বর্ণমালা,
তাঁদের জন্য সাজিয়ে নিলাম
নানান ফুলের মালা। 
মিছিল করে আনল তাঁরা
সাগর সেচে হীরে,
আজকে লিখি ছন্দ কথা
তাঁদের স্মৃতি ঘিরে।
শোধ হবেনা কখনো সেই
দামাল ছেলের ঋণ,
তাঁদের দেয়া রক্তে হলো
বর্ণমালা রঙিন। 


হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post