সালাম, রফিক, বরকতের,
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম
কেমন ছিল টান?
মায়ের ভাষার জন্যে তাঁরা
বিলিয়ে দিল প্রাণ!
মিছিল নিয়ে চলল তাঁরা,
জাগলো শহর সারা,
তাঁদের তাজা রক্তে জাগে
শহর গাঁয়ের পাড়া।
রক্ত দিয়ে লিখল তাঁরা
বাংলা বর্ণমালা,
তাঁদের জন্য সাজিয়ে নিলাম
নানান ফুলের মালা।
মিছিল করে আনল তাঁরা
সাগর সেচে হীরে,
আজকে লিখি ছন্দ কথা
তাঁদের স্মৃতি ঘিরে।
শোধ হবেনা কখনো সেই
দামাল ছেলের ঋণ,
তাঁদের দেয়া রক্তে হলো
বর্ণমালা রঙিন।
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম