আমার বাসনা ।। রহিম উদ্দিন

 প্যারোডি কবিতা

ভালো হতে আমার খালি দেরি হয়ে যায়
নামাজীর ইমান-আমল দেখে
আমি নিজে নিজে আফসোস করি রোজ
খারাপ কাজ করতে গিয়ে পুনরায় ভাবি
পরদিন হয়তো পাবো,ভালো পথের খোঁজ। 

পৃথিবীতে আমি ভালো হয়ে যেতে পারতাম
কোনো আইনের ভয়ে, হঠাৎ কারো মৃত্যু দেখে
পিষ্ট হয়ে নিয়ম-শৃঙখলার তলায়।

আমার ভালো হওয়ার প্রতিজ্ঞা রোজ হারিয়ে যায়
আমার ইমানদার হওয়ার বাসনা আজ বিলুপ্ত প্রায়

পৃথিবীতে আমি ভালো হতে পারতাম
অসহায় গরিবদের সাহায্য সহযোগিতা করে
বাজেটের টাকায় মসজিদ মাদ্রাসা স্থাপনে।

মসজিদের বাজেটের টাকায় আমি মদের ব্যবসা করি
আমিও এক চুমুক মদ খেয়ে ভাবি
আমি আর কোনোদিন মদ খাবো না।

মাতলামি কেটে গেলে দেখি
এক অপরিচিত রমণী শুয়ে আছে বিছানায়। 

মূল কবিতা: অমরতা
কবি: ইমতিয়াজ মাহমুদ 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।