শীতের আড়মোড়া ভেঙে
এলো ফাগুনের ডাক,
গাছে গাছে কচি পাতা, ফুল
ছেয়ে যাক, ছেয়ে যাক।
কোকিলের কুহু গান আর
ভ্রমরের গুণগুণানি,
আকাশের নীল রঙে বাতাস
ছবি আঁকে আসমানি।
বিল জুড়ে পানা ফুলে
ডাহুকের ছুটাছুটি,
প্রজাপতি ফুলে ফুলে
বেঁধেছে যে জুটি।
ঘ্রাণ ভাসে বাতাসে আর
পাপড়িরা হাসে,
রঙ আর রঙ নিয়ে
ঋতুরাজ আসে।
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম