কবি আল মাহমুদ স্মরণে-
খবরের কাগজে শিরোনাম হলো -
আহত এক কবির প্রস্থান
জননী, তোমার এখনো ভাঙ্গেনি ঘুম?
তিতাসের কবি এসেছিলো তোমার আঙ্গিনায়
ঝুলিতে তোমার বর্ণমালার ধুম।
প্রহরী সে-তো ঢুকিয়েছিলো বন্ধ ফটক খুলে
চাকরানি সে অবুঝ বালিকা ভিক্ষা দিয়েছে তুলে
সেনাপতি ভারি ব্যস্ত ছিলো রাজ্য শাসন কাজে
দাসদাসীসব সেঁটে ছিলো রাজ দালানের ভাঁজে।
কবির-তো মা কাজ ছিলো না রাজ-রাণীদের ভীড়ে
সাঁঝ অবধি বসেই তবে ফিরবে আপন নীড়ে
রাজপ্রসাদের এক গরিব প্রজা করলো তাঁরে প্রণাম
অমনি করেই রাজমহলে ছড়ালো তাঁর নাম।
মন্ত্রী সাব সব দেখেছে সব শুনেছে কানে
ঘুম ভাঙ্গেনি তাদেরও মা,যারা ছিলো ধ্যানে
হঠাৎ দেখি রাজদালানে সাঁঝবাতিদের সভা
কবি বলল,চলি গো মা চলি;
আবার হবে দেখা,উদিত হলে প্রভা।
অন্ধকারে পথ হাতড়ে নীড়ে ফিরে কবি
হিয়ার পটে রাজপ্রহরী আকঁলো সেই ছবি
দেখেনি কেউ ; দুঃখ কোথায় কোন বিরহ বুকে
আলোর পথে পা বাড়ালো স্বর্গ পাওয়ার সুখে।
বিদায় কবি বিদায়
শুদ্ধ প্রেমের অনল পোড়া
বর্ণমালার বিদায়
জননী, তোমার এখনো ভাঙ্গেনি ঘুম?
কবি এসেছিলো তোমার আঙ্গিনায়
ঝুলিতে তোমার বর্ণমালার ধুম।