শুভ নববর্ষ || ডি এন বর্মণ

 


নতুন বছর নতুন করে

শপথ নিব আজ,

স্বাস্থ্যবিধি মেনে মোরা

করবো সকল কাজ

ঘরের বাহির হবো শুধু

খুব প্রয়োজন হলে,

বাদ বাকিটা সেরে নিব

-মেইল কিংবা কলে

সংক্রমন না ছড়ায় যেন

বেশি বেশি আর,

জিতবে মানুষ লড়াইয়ে

হোক করোনার হার

নতুন বছর বয়ে আনুক

সবার জন্য খুশি,

কারোর উপর রাগ অভিমান

রাখব না আর পুষি

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post