পায়ে পায়ে এগিয়ে চলা,
প্রাতঃভ্রমন চলছে যে!
লোকালয় পেরিয়ে বিস্তৃত মাঠের মাঝ দিয়ে পথ,
আবার সেই বিস্তৃত মাঠ পার হলেই লোকালয়।
এত ভোরে বাইরে দেখা যায়না তেমন মানুষজন,
অবশ্য আমাদের মত বের হয়েছে দু-চারজন।
সকালবেলার মিষ্টি বাতাস, স্নিগ্ধ প্রকৃতি
হৃদয়ে জাগিয়ে তোলে অন্যরকম অনুভূতি।
হঠাৎ এক আগন্তুক সামনে,
কাঁধে গামছা, কোদাল হাতে যাচ্ছেন ক্ষেতে।
প্রান্তিক বাংলায় প্রত্যহই এমন চিত্র মেলে,
যাদের এমন ত্যাগ আর প্রচেষ্টাতেই
অন্ন রোচে সবার মুখে।
১৬ই মার্চ ২০২১
চাঁন্দামারী, রাজারহাট, কুড়িগ্রাম
