প্রভাত কথন -৫ ।। নুসরাত জাহান

 

পায়ে পায়ে এগিয়ে চলা,
প্রাতঃভ্রমন চলছে যে!
লোকালয় পেরিয়ে বিস্তৃত মাঠের মাঝ দিয়ে পথ,
আবার সেই বিস্তৃত মাঠ পার হলেই লোকালয়।
এত ভোরে বাইরে দেখা যায়না তেমন মানুষজন,
অবশ্য আমাদের মত বের হয়েছে দু-চারজন।   

সকালবেলার মিষ্টি বাতাস, স্নিগ্ধ প্রকৃতি
হৃদয়ে জাগিয়ে তোলে অন্যরকম অনুভূতি। 
হঠাৎ এক আগন্তুক সামনে,
কাঁধে গামছা, কোদাল হাতে যাচ্ছেন ক্ষেতে। 

প্রান্তিক বাংলায় প্রত্যহই এমন চিত্র মেলে,
যাদের এমন ত্যাগ আর প্রচেষ্টাতেই
অন্ন রোচে সবার মুখে।          


১৬ই মার্চ ২০২১
চাঁন্দামারী, রাজারহাট, কুড়িগ্রাম   

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।