আগের মত।। সুজন সরকার


 আগের মত
এখন আর কেউ বলেনা 
স্কুল যেতে রোজ 
এখন আর আগের মত 
কেউ রাখেনা খোজ। 

সকাল হলো পড়তে বসো 
কেউ বলেনা আর 
হয়নি বলে পাঠের পড়া 
কান ধরেনা, 
মারেনা আর স্যার।

দুপুর বেলা নাইতে গিয়ে 
খেলিনা আর ছুল ছুল
বিলেও আর হয়না নামা 
তুলিনা শাপলা ফুল।

বিকেল বেলা লাটিম হাতে 
দেয়না কেউ আর ডাক 
গুলতি হাতে খুঁজি না আর 
ঘুঘু পাখির ঝাক।

বৃষ্টি হলেও কেউ ডাকেনা
খেলতে ফুটবল 
লিচু বাগানেও আর দেয়না হানা 
দুষ্টু ছেলের দল।

আম কুড়ানোও হয়না আর 
কাল বোশেখের ঝরে 
আগের মত বন বাদারেও 
বেড়াইনা আর ঘুরে। 

লাটাই হাতে আগের মত 
দেইনা তো আর দৌড় 
গোল্লা ছুটও আর জমেনা 
হয়না মজায় শোর।

সন্ধ্যে হলেই নেই তো আর 
ঘরে ফেরার তাঁরা 
লাঠি হাতে উঠোনে কেউ 
আর দেয়না পাহারা। 

চাঁদনি রাতেও বসেনা আর 
পান্তা বুড়ির আসর 
ছি-বুড়ি আর কানামাছি 
সবি যেন ধূসর। 

আমি নাকি হয়েছি বড় 
তাইতো এসব মানা
তবু্ও যে মাঝে মাঝে 
মনটা মেলে ডানা।

 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।