দূর হতে আজ বার্তা নিয়ে
আসছে ঋতুর দল।
সামনে আসছে নববর্ষ
রাঙ্গিয়ে তুলো মন।
স্নিগ্ধ সকালে শীতল বাতাসে
মুখরিত প্রকৃতি প্রাণ
সারি বেঁধে তাই বের হয়েছে
হাজার বাঙালীর সমাহার।
ঘোড়া গাড়ি আর গরু গাড়িতে
সাঁজিয়েছে নব বধূ
ঢাক ঢোল আর নৃত্যের তালে
নাচিছে বাংলার বধূ।
চারদিকে আজ ছড়িয়ে গেছে
পান্তা ইলিশ ভাজা
সূদর আকাশেও ছড়িয়ে গেছে
হাজার রঙ্গের মেলা।
পড়ন্ত বিকেলে তুমি
আসছো বটমূলে
লাল সাদা শাড়ীতে
সেঁজেছ নবরূপে।
খোপায় পড়েছ তুমি
বেলি ফুলের মালা
সম্মুখে আসিয়া বললে
নববর্ষের শুভেচ্ছা।
চমকিত হয়ে উঠিল এ হৃদয়
ভাবতে পারিনি তুমি আসবে এ বেলায়।
সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।